আপনজন ডেস্ক: কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেছেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসামের প্রকৃত বাঙালি হিন্দুদের সিএএ-র অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের উৎস সম্পর্কে মিথ্যা বলতে বাধ্য করছে। তাই তিনি সতর্ক করে দিয়েছেন এই ‘বিভাজন ও শাসন’ নীতি রাজ্যে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি করবে।পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ প্রয়োগ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে এটি এনআরসি থেকে বাদ পড়া লোকদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ‘মিথ্যা প্রতিশ্রুতি দিতে’ বাধ্য করছে।তিনি দাবি করেন, সিএএ মূলত আসামে জন্মগ্রহণকারী বাঙালি হিন্দুদের সুবিধা দেওয়ার লক্ষ্যে, যাদের কোনও কারণে জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এ নাম ছিল না। গগৈ বলেন, এখন আসামে জন্মগ্রহণকারী এই বাংলাভাষী নাগরিকদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে আসা শরণার্থী। এটা লজ্জার বিষয় এবং এটা তাদের মর্যাদায় আঘাত করেছে।
তিনি অভিযোগ করেন, সরকার বাংলাভাষীদের মিথ্যা, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দিয়েছে ও এখন অসমে বাঙালি ও অসমিয়া ভাষীদের মধ্যে বিভেদ তৈরি করছে।গগৈ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কীভাবে তারা মণিপুরে দুটি জাতি তৈরি করেছিল এবং এই ধরনের বিভাজন ও শাসনের রাজনীতির কারণে কীভাবে একই রকম কিছু ঘটতে পারে। উল্লেখ্য, চূড়ান্ত এনআরসি ৩১ আগস্ট, ২০১৯ এ প্রকাশিত হয়েছিল এবং ১৯ লক্ষেরও বেশি লোককে বাদ দেওয়া হয়েছিল।গগৈ বলেন, আমি মনে করি সরকার মূলত এই লোকদের তাদের উৎস এবং ঐতিহ্য সম্পর্কে মিথ্যা বলতে বাধ্য করছে, যা তাদের এবং তাদের প্রতিবেশীদের মধ্যে বিভেদের বোধ তৈরি করবে।সমাজে তাদের (বাংলাভাষী হিন্দুদের) খ্যাতি বিজেপি সরকার ছিন্নভিন্ন করেছে। আমি মনে করি এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা একটি প্রকৃত এবং ত্রুটিমুক্ত এনআরসি চেয়েছিলাম। বাদ পড়া সমস্ত বাংলাভাষী, যাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাঁদের এনআরসি-তে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। যদি কারও নাম এনআরসিতে বেআইনিভাবে স্থান পেয়ে থাকে, তাহলে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।চূড়ান্ত এনআরসি প্রকাশের পর কর্তৃপক্ষের কারও নাম বাদ দেওয়ার কারণ উল্লেখ করে ‘রিজেকশন স্লিপ’ দেওয়ার কথা থাকলেও তা এখনও জারি করা হয়নি। গগৈ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে চিন ও রাশিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের সাথে তুলনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct