নিজস্ব প্রতিবেদক, জলপাইগুড়ি, আপনজন: কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন আসনে ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এসব কেন্দ্রে গতবার বিজেপিকে মানুষ কেন ভোট দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রামে এক নির্বাচনী প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তৃণমূলের কী দোষ ছিল? উত্তরবঙ্গে বিজেপি সব আসন পেল কেন? তাঁর ভাষণের পুরোটা জুড়েই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল যখন তিনি তাঁর সরকারের সুবিধাভোগী প্রকল্পের কথা তুলে ধরার সঙ্গে সঙ্গে বিজেপি কংগ্রেস ও বামপন্থীদের বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে মমতার প্রশ্ন, কেন জঙ্গলমহলের সব আসনে বিজেপি জিতল? ২০১৯ সালে, উত্তরবঙ্গ থেকে রাজ্যের দূরতম কোণের কোচবিহার থেকে মালদহ পর্যন্ত বিস্তৃত সাতটি আসন বিজেপিকে রাজ্যে ১৮ টি আসনে নিয়ে যেতে সহায়তা করেছিল, বাকি ১১টি দক্ষিণবঙ্গ থেকে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন গেরুয়া শিবির বাংলায় দুটি আসন জিতেছিল। লোকসভায় ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণে বাংলায় ৪২টি আসনের লক্ষ্যমাত্রা পূরণে উঠে পড়ে লেগেছে বিজেপি। তাঁর বক্তব্য থেকে বোঝা যায়, মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ, গত সাধারণ নির্বাচনে তৃণমূল সরকার সমাজের বৃহত্তর অংশে সুবিধাভোগী শ্রেণি তৈরির উপর জোর দেওয়া সত্ত্বেও কেন বিজেপি সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। যদিও রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বিদানসভা নির্বাচনে যদিও তৃণমূল উত্তরবঙ্গে কিছুটা হারানো জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয় যেখানে প্রথম তিন দফায় আটটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূল যে ২১৫টি আসনে জিতেছিল, তার মধ্যে তাদের ভোট প্রাপ্তি ছিল ৪৮.০২ শতাংশ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পাওয়া বিজেপি মাত্র ৭৭টি আসন পেয়েছিল এবং ভোট প্রাপ্তি কমে ৩৭.৯৭ শতাংশে নেমে এসেছিল।
মমতা বলেন, ২০২১ সালের বিধানসভা ভোটে আমি এখানে এসেছিলাম, কিন্তু গৌতম (উত্তরবঙ্গের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী দেব) ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে হেরে যান। তৃণমূলের কী অপরাধ ছিল যে ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ, উত্তরবঙ্গের মানুষ আমাদের ভোট দেয়নি? ফের প্রশ্ন তুললেন মমতা। আমি কি যথেষ্ট হিন্দু নই? আমি কি জলপেশ মন্দিরের জন্য ৫ কোটি টাকা দিইনি? আমি কি দুর্গাপুজো, কালীপুজো করি না? আমি কি ঈদ উৎসবে অংশ নেব না? আমি কি সব সম্প্রদায়ের উৎসবে অংশগ্রহণ করি না? ২০১৯ লোকসভা নির্বাচনের হার হয়তো কিছুতেই মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৮৭ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু বিধানসভা নির্বাচনে নয়, গত লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। তবে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা থেকে দু-দু’বার জয়ী হয়েছিলেন গৌতম দেব। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন ২৭ হাজার ভোটে। ৫২ বছর আগে শেষবার বাংলায় কংগ্রেসের ভোট প্রাপ্তি ছিল ৪৯.০৮ শতাংশ। ২০০৬ সালে শেষ বামফ্রন্ট সরকারের সময় তাদের সম্মিলিত ভোটের হার ছিল প্রায় ৫০ শতাংশ, যেখানে সিপিএমের ৩৭.১ শতাংশ। ২০২১ সালে কংগ্রেসের ভোট ছিল ২.৯৩ শতাংশ ও সিপিএমের ৪.৭৩ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct