আপনজন ডেস্ক: ভারতের ৭৯ শতাংশ মানুষ মনে করেন, শুধু হিন্দু নয়, এখানে সব ধর্ম সমান। মাত্র ১১ শতাংশ মানুষ বলেছেন, ভারত শুধু হিন্দুদের। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি বা সিএসডিএস-লোকনীতি জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে আরও বলা হয়েছে, বেশির ভাগ শহুরে মানুষ (প্রায় ৮৫ শতাংশ) ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন। শিক্ষিত শ্রেণির মধ্যে এই বিশ্বাস সবচেয়ে বেশি (৮৩ শতাংশ)। অপর দিকে শিক্ষিত নন এমন ৭২ শতাংশ মানুষও ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন। অপর দিকে সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, রামমন্দির তাঁদের সবচেয়ে উদ্বেগের বিষয়। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে ২২ শতাংশ মানুষ বেশি পছন্দ করেছেন। ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হিন্দু পরিচয়কে সুসংহত করবে। বিশেষ করে ধনী এবং উচ্চবর্ণের (৫৮-৫৯ শতাংশ) মানুষ এটির পক্ষে। ভারতের নির্বাচন কমিশনের ওপর আস্থা উদ্বেগজনক হারে কমে গেছে বলে সিএসডিএসের সমীক্ষায় উঠে এসেছে। প্রায় ৪৫ শতাংশ মানুষ মনে করেন ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে ক্ষমতাসীন দল নির্বাচনে কারচুপি করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct