আপনজন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে রাজ্যের জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছিলেন। তার একদিন পরে, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদেরর অনুষ্ঠানে রাজ্যে সিএএ, এনআরসি এবং ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা পুনর্ব্যক্ত করলেন। বৃহস্পতিবার কলকাতার রেড রোডে বিশাল ঈদের জামাতের ভাষণে তিনি বলেন, আমরা নাগরিকত্ব (সংশোধন) আইন, জাতীয় নাগরিক নিবন্ধক এবং ইউনিফর্ম সিভিল কোড মানব না। এগুলোর কোনো জোরপূর্বক বাস্তবায়ন আমরা মেনে নেব না। আমি মানুষকে ঘৃণা করতে জানি না। আমি বিদ্বেষমূলক বক্তব্য দিই না। আমি চাই সবাই ভাইয়ের মতো শান্তিতে থাকুক, সম্প্রীতিতে থাকুক। আমরা যদি ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এই ঐক্য কেউ ভাঙতে দেবেন না।
তিনি নির্বাচনের সময় “কিছু লোক দাঙ্গা করার চেষ্টা করবে” বলে সতর্ক থাকার আহ্বান জানান এবং উপস্থিত লোকদের “এই ষড়যন্ত্রের শিকার না হওয়ার” আহ্বান জানান।মমতা মুসলিমদের অভয় দিয়ে বলেন, আমি যতদিন বেঁচে আছি কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আমি তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে শিখেছি কীভাবে মৃত্যুকে ভয় না করতে হয়। তিনি বলেন, নির্বাচনের সময় কিছু লোক এজেন্সির নামে মানুষকে ভয় দেখাতে চায়। তাদের পরে সিবিআই, ইডি, আয়কর এবং এনআইএ হানা দেয়। আমি ওদের বলব জেলখানা করে দাও, আর সবাইকে জেলে ঢোকাও। কিন্তু ১৩০ কোটির পুরো জনসংখ্যাকে কি জেলে ঢোকাতে পারবেন? আমি দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত, কিন্তু এই নির্যাতন চলতে দিতে রাজি নই।মমতা আরও অভিযোগ করেন, ভোটের মরসুমে কয়েকজন মুসলিম নেতার কাছে প্রস্তাব নিয়ে ফোন আসে। তিনি বলেন, আজকে এই নির্বাচনের সময় আপনারা নির্বাচিত মুসলিম জনগণকে বাছাই করছেন এবং ফোন করে জানতে চাইছেন তারা কী চান। কারও নাম না করে তিনি বলেন, আমি আপনাদের বলছি, তারা কিছু চায় না। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করে কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব রয়েছে। মনে রাখবেন, আপনার সততা বাংলার মানুষকে শান্তিতে থাকতে সাহায্য করেছে। শান্তিতে বাস করুন ও আপনাদের নিরাপত্তার বিষয়টি দেখা আমার দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct