সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সাধারণ লোকসভা নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন আগামী ৭ই মে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিমের হয়ে ভগবানগোলা ২ ব্লকের আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নির্মলচর, মহিষমারি সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সোমবার তার সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বাম নেতা ধ্রুবজ্যোতি সাহা সহ স্থানীয় বাম-কংগ্রেস নেতৃত্বরা।
এলাকার মূল ভূখণ্ড থেকে পদ্মা পারের বিচ্ছিন্ন এলাকা নির্মলচর, মহিষমারি। সেখানে ঠিকমতো সরকারি পরিষেবা পৌঁছাতে হিমশিম খেতে হয় প্রশাসনিক আধিকারিকদের। পিছিয়ে পড়া সেই এলাকা থেকে গত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস জোট আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েত দখল করে। প্রধান নির্বাচিত হয় বামেদের, উপপ্রধান কংগ্রেসের। সেই এলাকাতে কর্মীদের উজ্জীবিত করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামলেন মীনাক্ষী মুখার্জী সহ বাম নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct