মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: ওয়েস্ট বেঙ্গল হেলথ সাইন্স ইউনিভার্সিটি-এর অধীন UCONJMH একটি সরকারি নার্সিং কলেজ। এই কলেজে দীর্ঘদিন ধরে চলে আসছে নানান অভ্যন্তরীণ সমস্যা। কলেজে পর্যাপ্ত পরিকাঠামো নেই। নেই চারটি ব্যাচের উপযুক্ত ক্লাসরুম,
শিক্ষিকা ,ল্যাবরেটরি, লাইব্রেরী ও আরো আনুষঙ্গিক ব্যবস্থাপত্র ।এ বিষয়ে ইউনিভার্সিটি’র কাছে অনেকবার আবেদন করেছে কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু ইউনিভার্সিটি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেইনি। তার ফলস্বরূপ ২০২২ সাল থেকে কলেজের জাতীয় স্তরের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন নেই ।আর সম্প্রতি নতুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী তিন বছর যদি কোন নার্সিং কলেজে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন না থাকে তাহলে সেই কলেজ রাজ্যস্তরের অনুমোদন হারাবে। এমতাবস্থায় দাঁড়িয়ে কলেজের চারটি বর্ষের ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে এক চরম অনিশ্চয়তায় ভুগছে।
ধৈর্যের সব বাঁধ ভেঙে সোমবার কলেজের ছাত্রীরা তাদের দাবি নিয়ে হাজির হয় ইউনিভার্সিটিতে। আন্দোলনকারীদের অভিযোগ, যদিও এর আগে তারা দু দু বার ইউনিভার্সিটিতে গিয়ে আবেদন জানিয়েছিলেন। এতে কোন সুষ্ঠু সুরাহা মেলেনি। তাই তাদের দাবিতে অনড় থেকে নার্সিং ছাত্রীরা সংগঠিতভাবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স অভিযান করে সোমবার বেলা বারোটা নাগাদ। আন্দোলনকারীদের দাবি, তাদের বিক্ষোভের কারণে ও তীব্র আন্দোলনের চাপে ইউনিভার্সিটি বিশিষ্ট আধিকারিকগণ তাদের পরিকাঠামো উন্নয়ন করার ব্যাপারে লিখিত সম্মতি দিয়েছেন এবং যাতে তাদের কলেজ দ্রুত ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন লাভ করে। সেই পত্র মাফিক আগামী ১৩ এপ্রিল ২০২৪ ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং জে এন এম হসপিটাল কল্যাণীতে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ভিজিট করবেন। একে নার্সিং ছাত্রীরা তাদের আন্দোলনের আংশিক জয় বলে মনে করছে এবং সম্পূর্ণ পরিকাঠামো উন্নতি করে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন পাওয়া অবধি তারা সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকার। রাজ্যের সমস্ত নার্সিং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও নার্সিং পেশার সাথে যুক্ত সকলকে এই আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেন আন্দোলনকারীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct