নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যু শ্বশুরবাড়িতে। খুনের অভিযোগ তুলে জিয়াগঞ্জ থানায় বাবার বাড়ির সদস্যদের বিক্ষোভ। উল্লেখ্য, প্রায় বছর চারেক আগে জিয়াগঞ্জ থানার মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের আমিনাবাজার এলাকায় বিয়ে হয় সাগরদিঘী থানার দস্তুরহাট গ্রামের রুকসেনা খাতুনের(১৯)। স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকায় বিয়ের কিছুদিন পর বাচ্চা হওয়ার আগে থেকেই বাবার বাড়ি দস্তুরহাটে থাকতো ওই ছাত্রী। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে। এক মাস আগে পরিক্ষাও দিয়েছে। সপ্তাহ চারেক আগে তার স্বামী বাড়ি ফেরার কারনে ওই ছাত্রীও আমিনাবাজারে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে। অভিযোগ, তারপর থেকেই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয় ওই ছাত্রীর। মৃত ছাত্রীর পরিবারের দাবি, পনের জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রায়ই অত্যাচার করা হতো তাকে। রবিবার দুপুর ১টা নাগাদ বাবার বাড়িতে ফোন করে শ্বশুরবাড়ি থেকে জানাই তাদের মেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে, বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রীর বাবার বাড়ির কয়েকজন সদস্য বহরমপুর হাসপাতালে গিয়ে কিছু দেখতে না পাওয়ায় সন্দেহ হয়। তৎক্ষণাৎ মৃতার পরিবার জিয়াগঞ্জ থানাতে বিষয়টি জানালে পুলিশ গিয়ে শ্বশুরবাড়ি থেকে দেহ উদ্ধার করে আজিমগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে জিয়াগঞ্জ থানার মর্গে মৃতদেহ রাখা হয়। পরিবারের আরও অভিযোগ, ওই ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
মৃতার পরিবার এই ঘটনায় শ্বশুরবাড়ির সকল সদস্যদের বিরুদ্ধে জিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত স্বামী মিসকাতুল ইসলাম (৩৫) কে আটক করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct