মোহাম্মাদ সানাউল্লা, সাঁইথিয়া, আপনজন: মহিলা ভোট পেতে মহালক্ষীর ভান্ডার নিয়ে প্রচারে নামল বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ। এই ইস্যু নিয়ে সোমবার সাঁইথিয়া কলেজ মোড় থেকে ইউনিয়ন বোর্ডের মহাত্মা গান্ধীর পাদদেশ পর্যন্ত বাম কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ লোকসভা নির্বাচনী ভোট প্রচার করেন। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের মহা লক্ষীর ভান্ডারে বছরে ১ লক্ষ করে টাকা দেবে কংগ্রেস সরকার। নির্বাচনী ভোট প্রচারে মহিলাদের জন্য এমনই ঝাঁজে বক্তব্য রাখেন মিল্টন রশিদ। তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনারা লক্ষীর ভান্ডারে মাসে এক হাজার করে টাকা পান। এই এক হাজার টাকার পরিবর্তে তৃণমূল কংগ্রেস সরকারের কাছে মাসে দশ হাজার টাকা করার দাবি রেখেন মিল্টন রশিদ। সেই সঙ্গে তিনি আরো বলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোট মোদি সরকারকে তাড়িয়ে প্রধান মন্ত্রী নির্বাচিত হবেন রাহুল গান্ধী। তার পর থেকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মহিলারা বছরে মহালক্ষীর ভান্ডারে এক লক্ষ করে টাকা পাবেন।
এছাড়াও তিনি মহিলাদের উদ্দেশ্যে আরও বলেন, এটা বাংলার ভোট নয়। এটা লক্ষ্মীর ভান্ডারের ভোট নয়। এই ভোট ভারতবর্ষে মোদির বিরুদ্ধে ভোট। মোদির বিরুদ্ধে যদি বাম কংগ্রেসকে ভোট দিয়ে রাহুল গান্ধী প্রধান মন্ত্রী নির্বাচিত হন। তখন মমতার কাছ থেকে যেমন মাসে এক হাজার টাকা পাচ্ছেন। তেমনি রাহুল গান্ধীর কাছ থেকে বছরে মহালক্ষীর ভান্ডারে বছরে এক লক্ষ করে টাকা পাবেন। সভা মঞ্চ থেকে মহিলাদের এই দুটি সুযোগের সদ্ব্যবহার করার যেমন আর্জি জানিয়েছেন সেই সঙ্গে অন্তত এক বার ইন্ডিয়া জোটকে সরকার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বীরভূম লোক সভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct