আসিফ রনি, নবগ্রাম, আপনজন: জঙ্গিপুরে আমিই প্রথম হবো বলে ভোট প্রচারে এসে দাবি করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিন নবগ্রামে এসে পদযাত্রা করে ভোট প্রচারে দেখা যায় প্রার্থীকে , পদযাত্রায় মানুষের উপস্থিতিও ছিল নজর কাড়া।
সোমবার নবগ্রাম সিপিএম কার্যালয়ে প্রথমে কর্মী সভা অনুষ্ঠিত হয় তারপর প্রচুর সংখ্যক বাম কংগ্রেস কর্মী সমর্থক নিয়ে মিছিলের মধ্যে দিয়ে ভোট প্রচারে বের হন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন। পুরো নবগ্রাম মোড় পরিক্রমা করে এদিনের মিছিল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট চান প্রার্থী সহ নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জঙ্গিপুরের জোট প্রার্থী মুর্তজা হোসেন বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমরা। জঙ্গিপুর লোকসভায় আমরাই প্রথম হব। দ্বিতীয় ও তৃতীয় কে হবে জানিনা।
অন্যদিকে এ ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ এনায়েতুউল্লাহ। তিনি বলেন বিগত দিনে ক্ষমতায় থাকাকালীন বাম কংগ্রেস কিছুই করেনি ,ভোটের সময় মানুষের কাছে এসেছে। নবগ্রাম বিধানসভায় হাজার হাজার ভোটে লিড পাবে তৃণমূল প্রার্থী।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেন ছাড়াও নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিমজনের সভাপতি বীরেন্দ্রনাথ যাদব এবং মির বাদাম আলী। সেই সঙ্গে সিপিআইএম নেতা মুকুল মন্ডল ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কংগ্রেস সিপিএমের কর্মী সমর্থকরাও। এই প্রচারের মধ্যে দিয়ে বাম কংগ্রেসের আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct