নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কোনও স্কুলে বাংলায় চিঠি লিখছে লস্কর-ই তইবার জঙ্গিরা। আবার মধ্যরাতে ই-মেল পাঠাচ্ছে। রবিবার মধ্যরাতে কলকাতা শহরের ২০০ স্কুলের ই-মেল আইডি তে মেল আসে। তাতে বলা হয় টাইমার সেট করে দেওয়া হয়েছে প্রতিটি স্কুলের ক্লাস রুমগুলিতে বা স্কুল প্রাঙ্গণে। স্কুলের ছাত্ররা যখন আসবে এবং প্রার্থনার জন্য এক জায়গায় জড়ো হবে কিংবা। টিফিন টাইমে খেলাধুলা করবে সেই সময় বিস্ফোরণ ঘটবে। ই-মেলে আরো জানানো হয়, উদ্দেশ্য হল যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্ত স্নান করানো যায়। ওই পাতায় জঙ্গি দই চিং ও ডলের নাম উল্লেখ করা হয়েছে। এই মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চারদিকে। অপরদিকে বনগায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেও জঙ্গিরা বাংলায় লেখা টাইপ করার চিঠি দিয়ে এনআরসি হলে ঠাকুরনগর মন্দিরে এবং তার পরিবারের উপর হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে অভিজ্ঞ গোয়েন্দারা মনে করছেন কে বা কারা নির্বাচনের সময় চারদিকে ভয়-ভীতি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে পুলিশের তরফে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে এই ই- মেলগুলি ভুয়ো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কলকাতা পুলিশের আধিকারিকরা। এর আগে জানুয়ারি মাসে গোটা কলকাতার জাদুঘরটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি জঙ্গি সংগঠন। ‘টেরোরাইজার ১১১’ নামের একটি জঙ্গি সংগঠন তারা ইমেইল পাঠিয়ে এই হুমকি দিয়েছিল। কলকাতা পুলিশ মিউজিয়ামে গিয়ে বম্ব স্কোয়াড তল্লাশি চালালেও কিছু পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct