আপনজন ডেস্ক: ️মেক্সিকান ক্লাব মন্তেরেইর সহকারী কোচ নিকো সানচেজের কথার একটি অডিও ফাঁস হয়েছে। সেই অডিওতে লিওনেল মেসিকে ‘বামন’ বলার পাশাপাশি ‘শয়তানের প্রতীক’ও (ফেস অব দ্য ডেভিল) বলেছেন সানচেজ। সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস এমএক্স অডিও ফাইলটি ফাঁস করার পর ক্ষমা চেয়েছেন সানচেজ। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ইন্টার মায়ামিকে ২-১ গোলে হারায় মন্তেরেই। চোটের কারণে ম্যাচটি না খেললেও গ্যালারিতে ছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা মেসি। এই ম্যাচের আগে মন্তেরেইর প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ বলেছিলেন, মেসির তারকাখ্যাতির জন্য মায়ামি খেলায় আলাদা সুবিধা পায় কি না, সেটা নিয়ে তিনি চিন্তিত। ওরতিজ বলেছিলেন, ‘মেসির চারপাশে যা কিছু আবর্তিত হয়, সেসবের কারণে ক্রীড়াসুলভ কিংবা খেলার খেলাধুলাসুলভ নয়, এমন সিদ্ধান্তও হতে পারে।’
গত শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডো র্যাপিডসের বিপক্ষে মায়ামির ২-২ গোলে জয়ের ম্যাচে মাঠে ফিরে গোলও পান মেসি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’ গত পরশু জানিয়েছিল, কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের পর প্রতিপক্ষ দলের ড্রেসিংরুমের বাইরে মিক্সড জোনে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো, মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ ঝামেলায় জড়িয়ে পড়েন।
মন্তেরেইর সঙ্গে সেই ঝামেলার মূল কারণ ছিল, ম্যাচে মায়ামির খেলোয়াড়দের ৬টি হলুদ কার্ড দেখানোর পাশাপাশি একটি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। এ নিয়ে প্রতিবাদ জানাতে মায়ামির খেলোয়াড়েরা ম্যাচ অফিশিয়ালদের কাছে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ম্যাচে মন্তেরেই তিনটি হলুদ কার্ড দেখেছে।
সেই ঝামেলা নিয়ে সানচেজের বলা কথার অডিওই ফাঁস হয়েছে। সানচেজ সেখানে বলেছেন, ‘বামনটার (মেসি) ওপর কী যে ভর করেছিল, সে তো শয়তানের প্রতীক! সে মুষ্টিটা আমার মুখের কাছে এনে বলেছে, তুমি নিজেকে কী মনে করো? অন্য দিকে তাকিয়ে ছিলাম, উত্তর দিইনি। সেটা করলে পরিস্থিতি আরও বাজে হতো।’
মায়ামি কোচ নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন সানচেজ ফাঁস হওয়া সেই অডিও ফাইলে, ‘আর টাটা মার্তিনো তো পুতুল। সে আমার সামনে দাঁড়িয়ে বলেছে, বোকা! তুমি এটার ফল ভোগ করবে। তুমি এটার ফল ভোগ করবে। কী একটা পুতুল! ওরা সম্ভব সব ভিডিও মুছে ফেলেছে। কারণ সেটা থাকলে তারা (মাঠে) কতটা খারাপ করেছে সেটি বোঝা যেত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct