আপনজন ডেস্ক: সৌদি আরবের কোথাও শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আরব দেশগুলোতে এখন ঈদুল ফিতর পালিত হবে ১০ এপ্রিল বুধবার। উল্লেখ্য, শাওয়ালের চাঁদ দেখার জন্য সৌদি আরবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকের পর হারামিনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি বার্তাও প্রকাশ করা হয়। উল্লেখ্য, এই বার্তায় বলা হয়েছে যে সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, তাই সৌদি আরবে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল বুধবার।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে, সোমবার চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতসরকারের ঘোষণা অনুযায়ী, দেশটির সরকারি চাকরিজীবীরা সোমবার থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত ছুটি পাচ্ছেন। অন্যদিকে, ভারত সহ উপমহাদেশে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনা। তবে, তা নির্ভর করছে মঙ্গলবার শওয়াল মাসের চাঁদ দেখার উপর। এদিকে কলকাতার মসজিদে নাখোদা মারকাজি রুহিয়াত এ হিলাল কমিটির আহ্বায়ক নাসের ইব্রাহিম অনুরোধ করেছেন, মঙ্গলাবার রাজ্যের কোথায়ও চাঁদ দেখা গেলে ৯৮৩১০৪০৪৯২ নম্বরে জানানোর জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct