নাজিম আক্তার, হরিশচন্দ্রপুর, আপনজন: লোকসভা নির্বাচনের মুখে পৈত্রিক সম্পত্তির বিবাদের জেরে সিভিক কে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ আপন কাকা ও তার পরিবারের বিরুদ্ধে।ঘটনায় জখম হয়েছে মৃত সিভিকের বাবা ও এক ভাই।পুলিশ জানিয়েছে,মৃত সিভিকের নাম রুহুল আমিন (৩২),জখম তাঁর বাবার নাম হবিবুর রহমান(৬৫) ও ভাইয়ের নাম আলতাফ হোসেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটা নাগাদ সামসী হাসপাতাল পাড়ায়।ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনায় অভিযুক্ত রুহুলের আপন কাকা আব্দুর রহমান ও তার স্ত্রী রাফিয়া বিবি ও তাদের দুই ছেলে মোহাইমেন, কাবাতুল্লাহ। ঘটনার পর অভিযুক্তরা পলাতক।পুলিশ তাঁদের খোঁজ শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়,এদিন জমি নিয়ে বিবাদ হয় তার কাকার পরিবারের সঙ্গে। অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই রুহুলকে এলোপাতাড়ি কোপ মারে তার কাকাতো ভাই।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে সিভিক, তার বাবা ও ভাই সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন।
এরপর কর্তব্যরত চিকিৎসক সিভিক কে মৃত বলে ঘোষণা করেন।হবিবুর রহমান ও আলতাফ হোসেনের চিকিৎসা চলছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।পুলিশ মৃত রুহুল আমিনের মরদেহ ময়নতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজও হাসপাতালে পাঠিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সামসী পুলিশ ফাঁড়ির এসআই রামচন্দ্র সাহার নেতৃত্বে এক ভ্যান পুলিশ।এদিকে কিছুক্ষন পর রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকারও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct