আলম সেখ, বহরমপুর, আপনজন: ভোটের দিন ঘোষণার সাথে সাথেই অন্যান্য দলের সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়েছে এসডিপিআই। গতকাল এসডিপিআই-এর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ভোট প্রচার যান রানীনগর বিধানসভার কালিনগর, কাতলামারী ও রানীনগর অঞ্চলে। গ্রামের দুঃস্থ দরিদ্র অসহায় মানুষদের সাথে সাক্ষাৎ করেন। এসডিপিআই-এর নীতি ও আদর্শ সম্পর্কে অবগত করেন। প্রচার শেষে রানীনগরে ডি. এন ক্লাবের পাশে একটি সভায় সামিল হন। সেখানেই তিনি বলেন, এসডিপিআই একমাত্র বিকল্প রাজনীতি দল যারা পুঁজিবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে। তিনি বলেন, ১৪২ কোটি জনতার এই দেশের ৭৫% সম্পদ মাত্র ১০০ টা পরিবারের হাতে যার কারণে আজও দেশের ২২-২৩ কোটি মানুষকে রাতে না খেয়ে ঘুমাতে হয়, বেকার হয়ে ঘুরে বেড়াতে হয়, দারিদ্রতার সীমা অতিক্রম হয়ে যায়, দেশের এই মর্মান্তিক পরিস্থিতির জন্য শুধুই বিজেপি দায়ী নয়, এর পিছনে দায়ী রয়েছে কংগ্রেস, তৃণমূল সমস্ত রাজনৈতিক দল। তাঁরা তাঁদের ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা থাকা অবস্থায় এমন কোনো আইন তৈরি করেনি যাতে কারো হাতে সমস্ত সম্পদ চলে না যায়, তাঁরা সবাই নিজের সুবিধার্থে, নিজে ভোগ করার স্বার্থে দেশের এই বেহাল অবস্থা করেছে। এই অবস্থা থেকে বের করতে যদি কোনো রাজনৈতিক দল পারে সেটা সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া।
দলের রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলোকে সুবিধাবাদী বলে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলায় যদি সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল জোট হয়ে যেতো তবে বিজেপি শুন্য হয়ে যেতো, কিন্তু তাঁরা তো বিজেপিকে পরাজিত করে দেশ বাঁচাতে ময়দানে নামেনি, তাঁরা নেমেছে নিজের দল বাঁচাতে, ভোগ করার জন্য আসন দখল করতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct