সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কয়েকদিন থেকে রাজনৈতিক মহলে চর্চার বিষয়, মুর্শিদাবাদ লোকসভার ভাগ্য নির্ধারণ করবে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন? এই প্রশ্নের উত্তর খোঁজা খুব একটা সহজ নয়! তবে হাওয়া কি বলছে? কি হতে পারে ভগবানগোলা উপনির্বাচনের ফলাফল এবং তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ফলাফল?
তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিদায়ী সাংসদ আবু তাহের খানকে। অন্যদিকে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানগোলা এক ব্লক তৃণমূলের সভাপতি রেয়াত হোসেন সরকার।
কিন্তু শাসক দলের ভোট বাক্সে জল ঢালতে পারে বাম কংগ্রেস জোট শক্তি! এমনটাই আশঙ্কা করছে জেলার রাজনৈতিক মহল।
বরাবর বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভগবানগোলায় ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইদ্রিস আলী এক লক্ষের বেশি ভোটে রাজ্যে তৃতীয় বৃহৎ ব্যবধানে জয়ী হন। তার আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহাসিন আলী জয়ী হন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মুর্শিদাবাদ লোকসভায় এবারে বামেরা মোহাম্মদ সেলিমকে প্রার্থী করায় কংগ্রেস ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিতে চাইছে। জোটের কারণে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের ভোটব্যাঙ্ক সম্পূর্ণটাই বামেদের দখলে যেতে পারে। তবে ভগবানগোলা আসনে কংগ্রেস প্রার্থী দিলে সেখানেও বামেদের সমর্থন প্রয়োজন আছে কংগ্রেসের। তার মধ্যে আইএসএফ প্রার্থী দিয়েছে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে। যদিও বাম কিংবা কংগ্রেস কোন দলই এখনো সেখানে প্রার্থী দেয়নি। অর্থাৎ, ভোট কাটাকাটির খেলায় ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দিলে বাম-কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেস পেতে পারে বামেদের ভোটব্যাঙ্ক। একইভাবে মুর্শিদাবাদ লোকসভাতে বাকি ৬ টা বিধানসভার কংগ্রেসের ভোটব্যাঙ্ক জোটের পক্ষে বামেদের পকেটে ঢুকতে পারে। মুর্শিদাবাদ, রানীনগর, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি এবং করিমপুর; অধিকাংশ যায়গাতেই কংগ্রেসের সমর্থক বেশি। তৃণমূল ভগবানগোলায় নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারলে, লোকসভাতে সব আসনে ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারবে বলে মত রাজনৈতিক মহলের। সেই হিসেবে, ভগবানগোলা বিধানসভায় যাদের প্রভাব বেশি থাকবে তারাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রভাব বিস্তার করবে এবং মুর্শিদাবাদ লোকসভার জয়ী প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে।
জেলার রাজনৈতিক মহলে এই চর্চাই শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে।ভগবানগোলা যাদের, মুর্শিদাবাদ লোকসভাও তাদের! অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভার চাবিকাঠি ভগবানগোলা বিধানসভার হাতে। কিন্তু আদৌ কি তা সম্ভব, নাকি জোটকে পিছনে ফেলে রেকর্ড গড়বে তৃণমূল! তা এখন সময়ের অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct