নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: জঙ্গিপুর লোকসভায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন আসাদুল বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি সাগরদিঘীর বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের পরিবারের সদস্য বলে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। আজ যা নিয়েই কার্যত ক্ষোভ প্রকাশ করলেন সাগরদিঘী বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। রবিবার সামশেরগঞ্জের ডাকবাংলায় তার বাসভবনে বায়রন বিশ্বাস বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ওই প্রার্থীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি বায়রন বিশ্বাস জানান, সাগরদিঘীতে লিড দিয়ে দেখিয়ে দেবো আমি কার হয়ে কাজ করেছি। এদিকে নাম না করে দলের চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্দেশ্যে বলেন, সাগরদিঘী নিয়ে বেশি মাথা ব্যথা না করে নিজের এলাকা দেখুন।
এদিকে জঙ্গিপুর লোকসভায় নির্দল প্রার্থী লড়াইয়ের বার্তা দেওয়ার পর আসাদুল বিশ্বাসের দাবি, স্ব-ইচ্ছায় আমি ভোট দাঁড়িয়েছি। কেউ আমাকে জোর করে দাঁড় করায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct