আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে ভোট প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুট মণি অধিকারী। শনিবার হুট খোলা গাড়ি করে কৃষ্ণনগর দু’নম্বর ব্লকে নির্বাচনীয় ভোট প্রচার করছে জেলার যুব সভাপতি কে সঙ্গে নিয়ে কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে ডাবের জল দিয়ে গোলাপে যাচ্ছেন।শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, তার সাথে শান্তিপুর শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকারকে সাথে নিয়ে, শান্তিপুর শহরের একাধিক জায়গায় ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছেন এমনটাই জানাচ্ছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তবে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার করোনা থেকে শুরু করে, কোন সময়ই সাধারণ মানুষের পাশে ছিলেন না। সুতরাং এ বছর মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে বলেই আশাবাদী মুকুট।কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মূলত সংখ্যালঘু ভোটের ওপরে নির্ভরশীল সংখ্যালঘু ভোট যদি কে বেশি পড়বে সেই দিকেই নির্বাচিত হবে। মহুয়া মৈত্র চাপড়া ব্লকে নির্বাচনীয় প্রচারে এসে জানান, আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদ পালিত হবে। সকলকে আগাম ঈদের শুভেচ্ছা রইল গত লোকসভা নির্বাচনে চাপড়া বিধানসভা থেকে মহুয়া মৈত্র ৫৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়। এবার তার টার্গেট চাপড়া ব্লকে অন্তত ৬০ হাজারের বেশি ভোটে নির্বাচিত হবে। চাপড়া মানুষের উপরে তার একটা ভরসা রয়েছে এবং তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে।
চাপড়া ব্লকের হাতিশালা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত হুটখোলা গাড়ি করে প্রচার ছাড়লেন সঙ্গে ছিলেন চাপড়া ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি জেবের শেখ, বর্তমান ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম সহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct