আপনজন ডেস্ক: আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। সে ম্যাচের প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল ক্লেরমঁর বিপক্ষে লিগ ‘আঁ’তে পিএসজির ম্যাচটিকে। তবে এ ম্যাচেও যথারীতি কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ লুইস এনরিকে।
এই ম্যাচে ১৭ বছর বয়সী দুই ফুটবলার ইয়ুরাম জাগুয়ে এবং সেনি মায়ুলুকে একাদশে সুযোগ দেন পিএসজির স্প্যানিশ কোচ। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে জাগুয়ের, আর মায়ুলু প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মূল একাদশে। পাশাপাশি এদিন পিএসজির গোলবার সামলেছেন তৃতীয় গোলরক্ষক আরনাউ তেনাস। ধারণা করা হচ্ছে, বার্সেলোনার ম্যাচ সামনে রেখে এমবাপ্পেসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে গিয়ে এ পথে হেঁটেছেন এনরিকে। তবে একাদশ নিয়ে এমন পরীক্ষা–নিরীক্ষার রাতে কোনোরকমে হার এড়ানো পিএসজি ১–১ গোলে ড্র করেছে। এই ড্রয়েও মূলত বড় অবদান বদলি নামা এমবাপ্পের। তাঁর দুর্দান্ত এক অ্যাসিস্টেই ম্যাচের ৮৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন গনসালো রামোস। এর আগে ম্যাচের ৩২ মিনিটে ক্লেরমঁকে এগিয়ে দেন হাবিব কেইটা। এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই মূলত ঘরোয়া লিগে তাঁকে হয় বদলি করেন, না হয় বদলি হিসেবে খেলান এনরিকে। সর্বশেষ ৮ লিগ ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এমবাপ্পে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct