আপনজন ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হেফাজতে। এর আগে, প্রথমে ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে। এর পর সিবিআইয়ের হেফাজতেরও তাকে থাকতে হয় জিজ্ঞাসাবাদের জন্য।
রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর তদন্তে নেমে ইডি সন্দেশখালিতে অভিযানে গেলে তারা আক্রান্ত হন। সেই মামলায় প্রধান আসামী হিসেবে শাহজাহান কেন্দ্রীয় তদন্ত সংস্থার হেফাজতে। ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দল তার পাশে নেই। যদিও, ইডি হেফাজতে নেওয়অর সময় শাহজাহান অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাকে ফাঁসানো হচ্ছে। রবিবার দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয় ৷ সাংবাদিকরা শেখ শাহজাহানকে জিজ্ঞাসা করেন, কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? তার উত্তরে শাহজাহান বলেন, কেই না থাক আমার পাশে আল্লাহ আছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct