সেখ মহম্মদ ইমরান, ঘাটাল, আপনজন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ঘাটালের জনসভায় অভিযোগ করেছেন, বিজেপি সিবিআই এবং ইডিকে পশ্চিমবঙ্গের শাসক দলকে ভয় দেখানোর জন্য ব্যবহার করছে। যদিও তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, রাজ্যের মানুষ কিন্তু তৃণমূলের সাথেই রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের এক জনসভায় তিনি দাবি করেন, গেরুয়া শিবির বহিরাগতদের দল, যারা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতায় উনিশ শতকের সমাজ সংস্কারক তথা বাঙালি আইকন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙার জন্য দায়ী।
অভিষেকের অভিযোগ, বিজেপি, ইডি, সিবিআই তাদের পাশে থাকতে পারে, যারা তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলছে তাদের হুমকি দিচ্ছে। সংবাদমাধ্যমের বন্ধুদের একাংশও বিজেপির পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন বলে অভিষেকের দাবি। এদিনের জনসভায় মূলত ঘাটাল মাস্টার প্ল্যানকেই হাতিয়ার করেন অভিষেক। নদীর তলদেশ খনন ও রাজ্যের অন্তত ১০টি প্রধান নদীর বাঁধ মজবুত করার মেগা প্রকল্প ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ আটকে দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী (দেব)-কে ভোট দেওয়ার আহ্বান জানান। অভিষেক উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ঘাটালের মানুষের কাছে আমাদের আবেদন -এবারের নির্বাচন ঘাটাল মাস্টার প্ল্যান, লক্ষী ভান্ডার ও আবাস যোজনার নামে দেবেন। জবাব দেবেন কেন্দ্রীয় বঞ্চনার।
পশ্চিম মেদিনীপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত ঘাটাল একটি নিচু নদী অঞ্চল যা প্রায় প্রতি বছরই বন্যায় আক্রান্ত হয়। কেন্দ্র ২০২২ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকারের ১,৫০০ কোটি টাকার ঘাটাল মাস্টারপ্ল্যান অনুমোদন করে। ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কথা। কেন্দ্র তা না করলে রাজ্য তা কার্যকর করবে বলে জানান অভিষেক।
অভিষেক আরও বলেন, বছরের ২৬ হাজার কোটি টাকা আমরা লক্ষী ভান্ডার কন্যাশ্রী এর মতো প্রকল্পের জন্য মানুষের জন্য দিতে যদি পারি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পনেরশো কোটি টাকা ও আমরাই দিতে পারব। কথা দিয়ে গেলাম আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে। একই সঙ্গে আরো একটি ঘোষণা করে যাচ্ছি-যে সমস্ত বাসিন্দারা ২০১৭-১৮ সাল থেকে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন। কেন্দ্রের টাকা না দেওয়ার জন্য যারা পাননি, তাদের উদ্দেশ্যে বলছি-কেন্দ্রের বিরুদ্ধে বাংলার এ লড়াইয়ের যারা বাংলার হাত শক্ত করবে, যেই এলাকা থেকে এই হাত শক্ত করা হবে, পঞ্চায়েত বা বিধানসভা হোক, সেই এলাকাতেই ৩১ শে ডিসেম্বরের মধ্যে ওই আবাস যোজনার টাকা একাউন্টে ক্রেডিট হয়ে যাবে প্রথম দফার। কেন্দ্রের মুখাপেক্ষী না হয়েই আমরা সেই টাকা দেব।
অভিষেক বলেন, আমি দেবকে এই বৈষম্যমূলক মোদী সরকারের উপর নির্ভর না করতে বলেছি। আমি ফেব্রুয়ারিতে তাকে তৃতীয়বারের জন্য লড়াইয়ে নামতে রাজি করিয়েছিলাম। ২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ দেব। জল্পনা ছিল যে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। কিন্তু অবশেষে রাজি হন।
বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে অভিষেক দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছ’বছর আগে দক্ষিণবঙ্গের জেলাগুলির কৃষকদের দুর্দশা লাঘবে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হয়নি।
ঘাটালের বিজেপি প্রার্থী তথা আর এক অভিনেতা রাজনীতিবিদ হওয়া হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে তৃণমূলের হেভিওয়েট নেতা দাবি করেন, হিরণ তৃণমূলে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন। কিন্তু তার সেই আর্জি খারিজ হয়ে যায়।
এ বিষয়ে অভিষেক বলেন, পাঁচ-ছয় মাস আগে উনি আমার অফিসে এসে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এমন সুবিধাবাদী মানুষদের জায়গা আমাদের নেই, যাদের কোনো নীতি নেই। তিনি আর আসেননি এবং পরে অস্বীকার করেছেন যে ২০২১ সালের পরে তিনি কখনও আমার সাথে দেখা করেননি। আচ্ছা, আমি যদি তার সফরের সিসিটিভি ফুটেজ বের করি, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে চাই বলে তা করতে চাই না। এক বিজেপি নেতা এনআইএ-র হাতে গ্রেফতার হওয়ার ভয়ে তৃণমূল নেতাদের তালিকা তুলে দিয়েছেন বলে তার দলের দাবির পুনরাবৃত্তি করে অভিষেক বলেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে। অকাট্য প্রমাণ রয়েছে। বিজেপি আমাদের অভিযোগের জবাব দিক। আমরা সঠিক সময়ে সিসিটিভি ফুটেজ তৈরি করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct