সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এবার ভোট প্রচারে ইলেকশন কমিশন, দশটি সুসজ্জিত ট্যাবলো ভ্রমণ করলেন শহরতলী থেকে গ্রামাঞ্চল। রাজনৈতিক নেতাদের মত নিজেকে ভোট দেওয়ার কথা নয়, ভোটারদের উৎসাহিত করতে দেখা গেল ইলেকশন কমিশনারের নির্দেশে দশটি সুসজ্জিত ট্যাবলোকে। শহরতলী থেকে গ্রামাঞ্চলের মানুষেরা আগামী ২০২৪-এ লোকসভা নির্বাচন কিভাবে ভোটদান করতে হবে তাদের এক একটা ভোটের কতটা গুরুত্ব রয়েছে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার জন্য ইলেকশন কমিশনারের এই উদ্যোগ। এদিন বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় থেকে দশটি সুসজ্জিত ট্যাবলেট শহর পরিক্রমা করে পৌঁছায় মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের উৎসাহিত করে এই ট্যাবলো ভ্যান। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান এতে করে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, আশা করা যাচ্ছে এই কাজ খুবই সাকসেসফুল হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct