অঅরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: গাজন সন্ন্যাসীদের ঢাক বাজাতে বাজাতে মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু এক যুবকের।শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকার মাহাতো পাড়ার এক বাসিন্দা ৩৬ বছর বয়সী অনুপ মাহাতো গতকাল রাতে গাজন সন্ন্যাসীদের পুজো উপলক্ষে ঢাক বাজাচ্ছিলেন। কিন্তু হঠাৎই ঢাক বাজাতে বাজাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা অনুপ কে মৃত বলে ঘোষণা করে। যদিও যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকাসহ তার পরিবারের। তবে কিভাবে তার মৃত্যু ঘটলো তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। যদিও হাসপাতাল থেকে মৃত অনুপের দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। শনিবার দুপুরে মৃত ব্যক্তির দেহ ময়নাতনদের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে যুবকের এইভাবে ঢাক বাজাতে বাজাতে আকস্মিক মৃত্যুর ঘটনায় হতভাগ হয়ে পড়ে গাজন অনুষ্ঠানের উদ্যোক্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct