আপনজন ডেস্ক: গাজার ফিলিস্তিনি বেসামরিক মানুষদের মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নতুন দুটি পথ খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মূলত বিদেশি চাপে পরে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম রয়টার্স হোয়াইট হাউসের বরাতে জানিয়েছে, ত্রাণকর্মীদের ওপর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে ৩০ মিনিট আলোচনা হয়। এ সময় বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে, মানুষের কষ্ট কমাতে ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে বিশেষ, সুনির্দিষ্ট ও পরিমিত পদক্ষেপ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। ইসরায়েল এসব ক্ষেত্রে কতটা পদক্ষেপ নিয়েছে, তার ওপর মার্কিন নীতি নির্ভর করবে। নেতানিয়াহুকে আলটিমেটাম দেয়ার কয়েক ঘণ্টা পরই গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য নতুন দুটি পথ খোলার ঘোষণা দেয় ইসরায়েল। এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গাজার উত্তরাঞ্চলের ইরেজ গেট সাময়িকভাবে খুলে দেয়া হবে। পাশাপাশি আশদোদ বন্দরও খুলে দেয়া হবে। এ ছাড়া কেরেম শালোম ক্রসিং দিয়ে জর্ডান থেকে আরো বেশি ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হবে। ধারণা করা হচ্ছে, ফোনালাপে করিডরগুলো পুনরায় খোলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাইডেন। মূলত ইসরায়েল সরকারকে আলটিমেটাম দিয়ে বাইডেন বলেছেন, বেসামরিক ক্ষয়ক্ষতি রোধে এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিন, না হয় গাজা সম্পর্কে মার্কিন নীতি পরিবর্তন হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct