দেবাশীষ পাল, মালদা, আপনজন: রতুয়া ২ নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের চাঁদপুর গ্রামে পিয়ারুল শেখ এর বাড়ি আগুনে পুড়ে ছাই।ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ দেড় লক্ষ টাকা সামগ্রিক সহ প্রায় পাঁচ লক্ষ টাকা।বাড়ির উপর দিয়ে ইলেকট্রিক তার বার করা হয়েছিল অন্যের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য। সেই তার থেকে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লাগে। এটা নিয়ে বাসিন্দারা খবর পেয়ে তড়িঘড়ি যায় আগুন নিয়ন্ত্রণ করতে। আগুন নিয়ন্ত্রণ আসলেও। কিন্তু ততক্ষনে বাড়ির সমস্ত আসবা জিনিসপত্র পুড়ে ছাই। এই পিয়ারুল খান পেশায় পরিযায় শ্রমিক। তিনি কেরালায় কাজে করতে গিয়েছেন। তার স্ত্রী ফুলজান বিবি এবং তার দুই ছেলে রাহুল ও সারুল বাড়িতেই ছিলেন। পিয়ারুল খানের বাড়ি পরিদর্শন করতে যান রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা ও পুখুরিয়া থানার ওসি বাপন দাস। সরকারি ভাবে কিছু সাহায্য করা হয়। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct