চন্দনা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর, আপনজন: চৈত্রের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। বৃষ্টির আশায় বাংলার মানুষ।আর এই গরমের মধ্যেই লোকসভার ভোট।গরমের কারনে বসে থাকলে চলবে না ভোটের প্রার্থীদের। তাই গরমে কেউ ছাতা মাথায় তো গলায় ওড়ানা জড়িয়ে ভোটের প্রচারে। শুক্রবার গলায় ওড়না জড়িয়ে প্রচারে বেরিয়ে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ।তিনি প্রতিদিনই সাতটি বিধানসভা চষে বেড়াছেন মমতার উন্নয়নকে সাথে করে। এদিন তিনি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে অভিনব প্রচার শুরু করে দমদমা থেকে ঘাটকান্দা পর্যন্ত। অতিরিক্ত গরমকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের ভিড় ছিলো অভাবনীয়।এদিন তাঁর সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ আরো অনেকে।এদিন তিনি প্রচারের মাঝেই স্থানীয় কিছু মানুষের সমস্যার মুখে পড়েন। জলের সমস্যা সমাধান করা হবে এদিন সায়নী তাদের জানালেন। প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বললেন, অতিরিক্ত গরম উপেক্ষা করে মানুষের কাছে আসছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য।আর তাদের কাছে আসার সময় গরম বলে মনে হচছে না। তবুও এখন আমার সঙ্গী হিসাবে রেখেছি একটি মাত্র সাদা ওড়না,যা দিয়ে মাথাটা ঢেকে রাখছি মাঝে মধ্যে এবং ও ওআরএস জল ও খাচ্ছি। তবে মানুষের পাশে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct