সুব্রত রায়, কলকাতা, আপনজন: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে দম লাগে। এটা আগেই বোঝা উচিত ছিল আই এস এফ এর নেতা তথা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর। শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তিনি বলেন,ডায়মন্ড হারবারে বিগত দিনে মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করেছে অভিষেক। যে পরিমাণ উন্নয়ন হয়েছে সমগ্র ডায়মন্ড হারবার জুড়ে,তার জন্য ডায়মন্ড হারবারের মানুষ যথেষ্ট খুশি। সেই কারণেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূরের কথা,তার বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলি। নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়া নিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। এর পাশাপাশি ভূপতিনগরে এনআইএ - এর যাওয়া নিয়ে ফের কটাক্ষ করেন ফিরহাদ। তাঁর মন্তব্য,যে সময় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, মানুষজন প্রচারে নেমে পড়েছে পুরোদমে, সেখানে রাজনৈতিকভাবে লড়াইয়ে না লড়তে পেরে, বিজেপি এজেন্সি লেলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোবল ভেঙে দিতে চাইছে। যদিও এতে তারা সফল হবে না বলেও এদিন ফের বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিনের এই কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং প্রার্থী মালা রায় নিজে। মালা রায় দাবী করেন সব কর্মীদের ভবানীপুরে দেই কর্মী সভাতে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। কারণ সব কর্মীকে ডাকতে হলে শহীদ মিনার অথবা ধনধান্য স্টেডিয়ামে এই সমাবেশ করতে হতো। ফিরহাদ হাকিম ভবানীপুর কেন্দ্রের প্রত্যেক বুথ থেকে তৃণমূল কংগ্রেস জিতবে বলে এই আশা প্রকাশ করেন এদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct