অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার তপন ব্লকের বাঘইট ময়দানে জনসভা করেন তৃণমূল নেত্রী। কোচবিহার থেকে প্রচার শুরু করার পর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে শনিবার তপনে পৌঁছান তিনি।এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বালুরঘাটে আগে রাস্তায় বন্যার পর বন্যা হতো। আমি নিজে বার বার এখানে এসেছি। গঙ্গারামপুর থেকে বালুরঘাট বন্যার সময় আমার এখানে আসা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। অসহায়দের হাতে রিলিফ তুলে দেওয়ার জন্য বারবার এসেছি। আমি জানি আত্রেয়ী নদীতে বাঁধ দেয়া কে কেন্দ্র করে বালুরঘাটে জলের অসুবিধা হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন এখানকার এমপি সুকান্ত মজুমদার তিনি একবারও বলেছে কেন আত্রেয়ী নদীতে বাঁধ দেয়া হল। এর ফলে বালুরঘাটে, গঙ্গারামপুর, কুশমন্ডির মানুষ জল পায় না।’এদিন আদিবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘সারনা ধর্ম কোডের বিষয়ে আমি বারবার কেন্দ্র সরকারের কাছে চিঠি লিখেছি। কিন্তু এখনো তারা তা করেনি। তবে তাদের এটা করতে হবে। বিষয়টি মনে রাখবেন, মাথায় রাখবেন। আমরা চাই দিল্লি থেকে বিজেপি চলে যাক। আর আমাদের সরকার আসলে আমরা এটা করব। তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত দিল্লির ইন্ডিয়া জোট শক্তিশালী হবে।’মোদি গ্যারান্টির সমালোচনা করে মমতা বলেন, ‘মোদির গ্যারান্টি হল এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করানোর গ্যারান্টি। এনআরসি আমরা করতে দেব না। মনে রাখবেন আপনারা সকলেই নাগরিক। এটা আমাদের অধিকার। বিজেপির দয়ায় নয়। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? এখন সিপিএম, কংগ্রেস, বিজেপি একসঙ্গে লড়ে। সিপিএম, কংগ্রেস এখানে বিজেপিকে সাপোর্ট দিচ্ছে। আমরা একাই লড়াই করছি। আর একটা নতুন পার্টি জুড়েছে বিজেপির ভাই।’তৃণমূল নেত্রী আরো বলেন, ‘আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। যেন তেন প্রকারে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী এদিনের জনসভা থেকে বলেন, ‘২০২৫ এর শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা আমরা করব। বিজেপি বলে বেড়াচ্ছে ঘরঘর মে পানি বিজেপি দেতা হে। আমরা দেব মেনটেনেন্স এর টাকা, জমির টাকা। আর তুমি বলছো ঘর ঘরমে পানি হাম দেতা হে। তোমরা মিথ্যা বলছো।’উল্লেখ্য, এই দিন তপনের ময়দানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভোট প্রচার সভায় উপস্থিত ছিলেন, প্রার্থী বিপ্লব মিত্র,জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct