মুহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটে সভা করার পর উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে শনিবার নির্বাচনী সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে বলেন তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে, সিপিএম ও কংগ্রেসের কেউ গ্রেফতার হয়েছে?’’৩৪ বছর ধরে লুঠ করেছে সব থেকে বড় চোর’, ‘তৃণমূলের গ্যারান্টি সিএএ হবে না, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না’, ‘মোদির গ্যারান্টি মোদির মুখ, ‘তৃণমূলের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথীর মতো প্রকল্প’, ‘মোদি অম্বেডকরের সংবিধান বেচে দিয়েছেন’,’মোদিকে দেশ বিক্রি করতে বারণ করুন’, বলে করেন আক্রমণ করেন মমতা। রায়গঞ্জের সভা থেকে কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটের আগে এলাকায় তৃণমূলের সংগঠনকে দুর্বল করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে এজেন্সিকে দিয়ে এই কাজ করাচ্ছে। জয় নিয়ে নিশ্চিত থাকলে কেন তৃণমূল কর্মীদের গ্রেফতার করাতে হচ্ছে, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। নাম না করে ‘গদ্দার’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকেও। মঞ্চে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, সিনিয়র লিডার ও ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেলা সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct