আপনজন ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন কঠোর নিরাপত্তা বিধিনিষেধ ও বিপুল সেনা মোতায়েন সত্ত্বেও পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ও পবিত্র কদরের রাতে আল আকসা মসজিদে প্রায় দুই লাখ মুসল্লি ইশা ও তারাবির নামাজ আদায় করেছেন।জানা গেছে, ৫ এপ্রিল পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ও লাইলাতুল কদরের রাত ছিল। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে ইশা ও তারাবির নামাজ আদায় করতে প্রায় দুই লাখ মুসল্লি আল আকসা মসজিদে জড়ো হন। তবে ফজরের নামাজের সময় উত্তেজনা সৃষ্টি ও হামাসপন্থি স্লোগান দেওয়ায় ইসরায়েলি পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, আঁতশবাজি ছোঁড়ার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরা হয়েছে হামাসের সমর্থনে স্লোগান শুরু করায়। ঘটনার এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। যেসব শিশুর বয়স ১০ বছরের নিচে, যেসব নারীর বয়স ৫০ বছরের ওপরে ও ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমোদন দেওয়া হয়।সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত। ফলে যুগের পর যুগ ধরে ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আল-আকসা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct