আপনজন ডেস্ক: লোকসভা নির্বাচনের তৎপরতার মধ্যে শাসক শ্রেণী এবং বিরোধীরা একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা যাচ্ছে। একদিকে এনডিএ ‘৪০০পার’ স্লোগান দিচ্ছে, অন্যদিকে ইন্ডিয়া জোট নেতারা দাবি করছেন যে বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে কম পাবে। এদিকে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের একটি দাবি সবাইকে চমকে দিয়েছে। তিনি বলেছেন যে আরএসএস পরিচালিত অভ্যন্তরীণ সমীক্ষা অনুসারে, বিজেপি ২০০ আসনও পাচ্ছে না। শনিবার এই দাবি করেছেন প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, “আরএসএসের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজেপি ২০০ আসনও পাবে না। আরএসএস এটাই বলছে। রাজ্যে (কর্নাটক) তারা ৮টি আসনও পাবে না। এছাড়াও, তিনি কর্নাটক সম্পর্কে বলেছেন, “১৪ থেকে ১৫ টি আসন নিয়ে বিজেপিতে অভ্যন্তরীণ লড়াই চলছে।উল্লেখযোগ্যভাবে, কর্নাটকে ২৮টিলোকসভা আসন রয়েছে। গতবার বিজেপি এই ২৮টি আসনের মধ্যে ২৬টি জিতেছিল এবং এবার এনডিএ সবকটিতেই জয়ের দাবি করায় তা ভিত্তিহীন বলেন প্রিয়াঙ্কা খড়গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct