এম মেহেদী সানি, গাইঘাটা, আপনজন: ‘প্রতিশ্রুতি নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যেটা মানুষের প্রয়োজন আমরা সেটাই করব’ গাইঘাটার ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার মরালডাঙ্গায় নির্বাচনী প্রচারে এসে বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসকে ৷ পাশাপাশি একটি শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে ৷ বুধবার গাইঘাটার ধর্মপুর-১, ধর্মপুর-২, ইছাপুর-১, জলেশ্বর-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় কখনো হেঁটে কখনো হুট খোলা গাড়িতে কখনো পথসভায় , কখনো কর্মী সম্মেলনে উপস্থিত থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচার সারলেন বিশ্বজিৎ৷ ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারের সময় স্থানীয় প্রধান ও তৃণমূল নেতা সুভাষ রঞ্জন হালদার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস কে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেসময় বিশ্বজিৎ দাস হাত নেড়ে, কখনো হাত জোড় করে সাধারণ মানুষের কাছ থেকে দোয়া আশীর্বাদ প্রার্থনা করে সকলকে তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ার আহবান জানান ৷ আগামী দিন ভোটে জয়ী হয়ে সাধারণ মানুষের পাশে থাকারও আশ্বাস দেন বিশ্বজিৎ বাবু ৷ নির্বাচনী প্রচারকে বিজয় মিছিল বলেও মন্তব্য করেন তিনি ৷ কারণ হিসেবে বিশ্বজিৎ বাবু ব্যাখ্যা দেন ‘রাস্তার দুপাশে যেভাবে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে, পুষ্প বৃষ্টির মাধ্যমে আমাকে যেভাবে অভ্যর্থনা জানাচ্ছেন আমি সত্যিই অভিভূত, মা বোনেরা যেভাবে শঙ্খ ধ্বনি, উলুধ্বনি দিয়ে আমাকে বরণ করে নিচ্ছেন তা বিজয় মিছিলের কোনো অংশে কম নয় ৷’ এদিন নির্বাচনী প্রচারে বিশ্বজিৎ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর, বনগাঁ জেলার মহিলা নেত্রী ইলা বাগচি, শিপ্রা বিশ্বাস সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা সুভাষ রঞ্জন হালদার, জয়দেব হাজরা, নির্মল ঘোষ, মৌসুমী সাহা প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct