মুহাম্মদ জাকারিয়া, করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রানিগঞ্জ অঞ্চলের পাতনুর এর তৃণমূল কংগ্রেসের যোগদান সভার আয়োজন করা হয় বুধবার। এদিন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতিকা পাঠক, নির্দল নেতা দীপক কুমার সিনহা, শঙ্কর পাঠক, কংগ্রেস নেতা মোহাম্মদ ওয়াসিকুল হক, যুব কংগ্রেস নেতা সন্দীপ ঘোষ সহ বিভিন্ন দল থেকে প্রায় ২০০ টি পরিবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী ও বিধায়ক গৌতম পালের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। করনদিঘীর বিধায়ক গৌতম পাল জানান এবারের পরিস্থিতি অন্যরকম এবার মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই তিনি নিশ্চিত, এবার করনদিঘী থেকে নির্বাচনের সমস্ত ভোট তৃণমূলের ঝুলিতেই ঢুকবে। তিনি আরও বলেন, এনআরসিকে রুখতে, সিএএকে রুখতে, ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে তুলতে এবং বাংলার উন্নয়ন করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে তৃণমূল কেই ভোট দিয়ে জেতাতে হবে। তিনি দাবি করেছেন তিনি সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করেন এবং মানুষ কি চায় সেটাও তিনি জানেন, তিনি জোর গলায় বলেন তিন বছরে তিনি যা কাজ করেছেন বিগত বিশ বছরে সে কাজ হয়নি। তাই এবছর তাদের স্লোগান করনদিঘীতে এবার তৃণমূল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী, করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, করণদিঘী পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুখতার আলাম, রানিগঞ্জ পঞ্চায়েত প্রধান সেখ সাহনাওয়াজ, ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, ব্লক কমিটির সদস্য সাইদুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct