আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ১৩ মে বীরভূমে লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন দলের নেতা-নেত্রীরা প্রচার কাজে ব্যস্ত। আজকে বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বাম জোট প্রার্থী মিল্টন রসিদ বৈঠক সারলেন। এই বৈঠকে কংগ্রেসের ও বাম সমর্থিত কর্মীরা উপস্থিত ছিলেন। মিল্টন রশিদ জানান বোলপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান তার উদ্দেশ্যে বলেন, তিনি একজন অতি সাধারণ ভদ্রমহিলা। মিল্টন রশিদ আরো জানান এবারে ভোট অন্য সাধারণ ভোটের মতো হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন এই বোলপুর কেন্দ্রে জোর গলায় বলেন আমরা জয়ী হচ্ছি। তার কারণ হলো বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে দুটো সুকনো মুড়ি খেতে পাবে। বোলপুরের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে আদা দেওয়া চা পাবে। বোলপুরে সাধারণ মানুষ এমপি এমএলএ দের দেখতে পান না। আর দেখতে পেলেও হুটখোলা গাড়িতে দেখতে পাই। ভোটের সময় হাতজোড় করে চলে যায়। এখন হয়তো কোন এমএলএ এমপি নাটক করছে মুড়ি খাচ্ছে, আদিবাসীদের সঙ্গে বসে ভাত খাচ্ছে, তফসিলীদের সঙ্গে ভাত খাচ্ছে এসব ভোটের সময়ের জন্য। ৩৬৫ দিন আমি অর্থাৎ মিল্টন রশিদ ও শ্যামলী প্রধান কে পাওয়া যাবে। আমাদের আটপৌরে জীবন। এই প্রখর রোদে কেউ বলছে ডাবের জল খায় কেউ আবার সানগ্লাস, আবার কেউ টুপি নিয়ে ভোট প্রচারে নেমেছেন। আর আমাদের কোন কিছু নেই। আমরা বীরভূমের মানুষ রোদে পুড়ে গেছি। আমরা সারা বছর মানুষের পাশে থাকি এবং মানুষের উপকার করে থাকি। বোলপুর কেন্দ্রের মনোনীত বাম প্রার্থী শ্যামলী প্রধানের উদ্দেশ্যে বলেন তাকে আশীর্বাদ করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct