নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: এলাকাবাসীর অসচেতনতার কারণে গমের নাড়া পুড়াতে গিয়ে গমের ক্ষেতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সাড়ে পাঁচ বিঘা জমির গম।বুধবার পরপর দুটি অগ্নিকাণ্ডে সাতজন চাষির গম পুড়ে ছাই হয়ে যায়।প্রথম ঘটনাটি ঘটেছে এদিন সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদোল মাঠে।ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চাষি।নাম মহম্মদ অসিমুদ্দিন ও সলিমুদ্দিন।যদিও এলাকার চাষীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দুই চাষির মোট দেড় বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সকাল ১০ টা নাগাদ ওই কৃষি জমির মাঠে মহম্মদ আসিরুদ্দিন তার জমিতে পড়ে থাকা গমের নাড়াতে আগুন ধরিয়ে দেন।পশ্চিমা বাতাসের জেরে সেই আগুন ছড়িয়ে যায়।পাশের অসিমুদ্দিন ও সলিমুদ্দিনের শুকনো পাকা গমে নিমেষেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে পার্শ্ববর্তী কৃষি জমির চাষিরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গম। এদিন দুপুরে আঙ্গারমুনি গ্রামের মাঠে একই কান্ড ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct