সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গত তিনদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রীর আশপাশে। বেলা বাড়তেই শুরু হচ্ছে গরম হাওয়ার দাপট। প্রবল তাপপ্রবাহে নাকাল পশ্চিমের জেলা বাঁকুড়ার আপামর মানুষ। প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকায়। পশ্চিমের জেলা বাঁকুড়ার আবহাওয়া এমনিতেই চরম শীতে যেমন তাপমাত্রা হু হু করে নামে তেমনই গ্রীষ্ম আসতেই চড়চড়িয়ে উঠতে শুরু করে তাপমাত্রার পারদ। চলতি বছর মার্চের শেষ থেকেই বাঁকুড়ায় উঠতে শুরু করে তাপমাত্রার পারদ। ৩১ মার্চ তা ৪০ ডিগ্রী অতিক্রম করে। ১ এপ্রিল ও ২ রা এপ্রিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ছিল ৪০ ডিগ্রী ও ৩৯.৫ ডিগ্রী। সকাল হতেই মাথার উপর উঠতে শুরু করেছে গনগনে সুর্য। শুরু হয়েছে প্রবল তাপপ্রবাহও। প্রবল এই গরমে নাভিশ্বাস দশা সাধারণ মানুষের।বেলা বাড়তেই প্রবল দাবদাহ থেকে বাঁচতে মানুষ ঢুকে পড়ছেন বাড়ির চার দেওয়ালের মধ্যে। খুব জরুরী কাজ ছাড়া রোদের সময় বিশেষ একটা বাড়ির বাইরে পা রাখছেন না কেউই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct