মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: গলসির পুরষা এলাকার শেখ সাগর আলী মানুষের বিপদে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্ধমানের টেরেসা হসপিটালে বাইপাস সার্জারির জন্য ভর্তি আছেন শেখ মনোয়ার। বাড়ির লোকেদের কাছ থেকে খবর আসে শেখ মনোয়ার এর অবিলম্বে রক্ত লাগবে অপারেশনের জন্য। অগত্য ডাক পড়ে সেই সাগর আলীর সাগর আলী রোজা ভেঙে মনোয়ারকে রক্ত দান করেন। ১৯৯৬ সাল থেকে তিনি রক্তদান করছেন এই নিয়ে ৭৭ বার রক্ত দান করা হয়ে গেছে। রক্তের প্রয়োজন আর বি পজেটিভ রক্ত দরকার তখনই ডাক্তারের সাগর আলীর কোনরূপ অন্যথা না করে সঙ্গে সঙ্গে ছুটে যান রক্ত দিতে কোন স্বার্থের বিনিময় ছাড়া। তিনি বলেন, তার রক্তে মানুষের উপকার হয় এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামীতেও তিনি রক্ত দিয়ে যাবেন এবং সাধারণ মানুষের প্রতি তার বার্তা রক্তদান করুন এতে আপনার শরীর সুস্থ থাকবে এবং এই রক্তের বিনিময়ে তিনজন মানুষের উপকার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct