সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষিত হতেই রাজনৈতিক নেতা কর্মীরা সব মাঠে ময়দানে অবতীর্ণ। কাঠফাটা রৌদ্র মাথায় নিয়েই প্রচার কার্যে সময় নষ্ট করতে নারাজ দলের উর্ধ্বতন নেতৃত্ব। সেই রূপ পরিস্থিতিতে প্রখর রৌদ্র উপেক্ষা করেই বুধবার বীরভূমের মাটিতে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মূলত আসন্ন লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতেই তারাপীঠের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন।বুধবার বেলা একটা দশ নাগাদ তারাপীঠ সংলগ্ন চিলের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামে। সেখান থেকে সড়ক পথে সরাসরি উক্ত বেসরকারি অনুষ্ঠান ভবনে পৌঁছান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাজ্যের ডেপুটি স্পিকার ড. আশীষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিনহা ও বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা। সেখানেই কিছুক্ষণ তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির পাঁচজন (ফাইভম্যান) সদস্য সহ জেলা সভাধিপতি কাজল সেখকে নিয়ে প্রাথমিক আলোচনা পর্ব সারেন। পরবর্তীতে দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক হয় প্রায় দুই ঘন্টা ধরে। দলীয় সূত্রে জানা যায়, এদিন বৈঠকে প্রায় একশো তিয়াত্তর জন কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপরিউক্ত জেলা নেতৃত্ব সহ কিছু অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, ছয়টি পুরসভার চেয়ারম্যান, কিছু কর্মাধ্যক্ষ, দুই লোকসভার নির্বাচন কমিটির সদস্য ও দুই প্রার্থী। তারপরই বিকেলে মন্দিরে মা তারার পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct