আপনজন ডেস্ক: আইপিএলে ব্যস্ত সময় পার করছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। তাই নিয়মিত খেলোয়াড়দের বেশিরভাগকে ছাড়াই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা। চোট কাটিয়ে অনেকদিন পর ফেরা মাইকেল ব্রাসওয়েলকে করা হয়েছে অধিনায়ক। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।এর মধ্যে একদম নতুন মুখ ব্যাটার টিম রোবিনসন। এছাড়া বাকিদের কম বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ সুপার স্ম্যাশ লিগে ১৮৭ স্ট্রাইক রেট ও ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করেছেন রোবিনসন। এর মধ্যে ৬৪ বলে ১৩৯ রানের ইনিংসও আছে তার।চোট থেকে ফেরা ব্রাসওয়েল সবশেষ গত বছরের মার্চে খেলেছিলেন। আইপিএলে খেলা ৯ ক্রিকেটার ছাড়াও জাতীয় দল থেকে ছাড় পেয়েছেন ইংলিশ কাউন্টি লিগে নটিংহ্যামশায়ারে খেলা উইল ইয়াং। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন অভিজ্ঞ টম লাথাম। আরেক অভিজ্ঞ ক্রিকেটার ও টেস্ট অধিনায়ক টিম সাউদিকে দেওয়া হয়েছে বিশ্রাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ গুরুত্বপূর্ণ হলেও কিউইরা পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল। পাকিস্তানে আগামী ১৮ এপ্রিল পাঁচ ম্যাচের সিরিজটি শুরু হবে।
নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রোক, টিম রোবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট ও ইশ সোধি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct