নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: চব্বিশের লোকসভা ভোট যথাসম্ভব রাজনৈতিক হিংসামুক্ত রাখতে বেনজির পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল বুধবার। চিফ ইলেক্টোরাল অফিস তথা সিইও দফতর থেকে সব জেলাগুলিকে এদিন নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে বিধানসভা আসন ধরে ধরে যেখানে যত হিংসার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ঘটে যাওয়া সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন। ব্যালট ভাঙচুর থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ। একইসঙ্গে ব্যালটে কারচুপি সহ পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ। রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক সন্ত্রাসের অভিযোগের রিপোর্ট তলব করল কমিশন। পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct