আপনজন ডেস্ক: এক ভিডিওতে নুহ হিংসায় অভিযুক্ত গোরক্ষক বিট্টু বজরঙ্গিকে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মুসলিম ভেবে লাঠি দিয়ে পেটাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরপর বজরঙ্গির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করার কথা বিবেচনা করছে প্রশাসন। ঘটনা প্রসঙ্গে শ্যামু নামে আক্রান্ত ওই ব্যক্তি জানিয়েছেন, বিট্টু বজরঙ্গি নামে পরিচিত রাজকুমার পাঞ্চাল মুসলিম ভেবেছিলেন বলেই তাকে মারধর করা হয়েছে। শ্যামু জানান, তিনি যখন একটি মেয়েকে চকোলেট কিনতে নিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকজন তাকে তুলে নিয়ে বজরঙ্গির বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ফরিদাবাদের সঞ্জয় এনক্লেভের বাসিন্দা শ্যামুকে মারধর করছে গোরক্ষক বিট্টু বজরঙ্গি এবং আরও কয়েকজন দুষ্কৃতী। সারন থানায় শ্যামুর দায়ের করা অভিযোগ অনুযায়ী, সোমবার এক মেয়েকে নিয়ে চকলেট কিনতে দোকানে যাচ্ছিলেন শ্যামু। তিনি বলেন, কিছু লোক তাকে ধরে বজরঙ্গির বাড়িতে নিয়ে যায় যেখানে তারা তাকে চেপে ধরে, লাঠি দিয়ে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়। শ্যামু অভিযোগ করেন, মেয়েটি আমার মেয়ের মতো, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা আমাকে বিট্টু বজরঙ্গির বাড়িতে নিয়ে যায়, যিনি কোনও কারণ ছাড়াই আমাকে মুসলিম সম্প্রদায়ের লোক ভেবে মারধর করেছিলেন। শ্যামুর অভিযোগের ভিত্তিতে বুধবার বজরঙ্গি ও তার সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (আঘাত করা), ৩৪১ (অন্যায়ভাবে বাধা দেওয়া), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক ব্যক্তির দ্বারা করা কাজ) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করার পর ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করার সুপারিশও ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। স্টেশন হাউস অফিসার সংগ্রাম দাহিয়া বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, গত বছর হরিয়ানার নুহ্ শহরে হিংসার মামলায় গ্রেফতার হওয়া বজরঙ্গি জামিনে মুক্ত আছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct