আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বুধবার কেরলের ওয়ানাদ লোকসভা কেন্দ্র থেকে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই রাহুল গান্ধী ওয়ানাডের জনগণের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের কথা নিশ্চিত করেন এবং আসন্ন লোকসভা নির্বাচনকে “দেশের আত্মার লড়াই, আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই” এর সাথে তুলনা করেন। রাহুল গান্ধি লেখেন, ‘অত্যন্ত গর্ব ও নম্রতার সঙ্গে আমি এই সুন্দর ভূমি থেকে আবারও লোকসভা ২০২৪-এর জন্য মনোনয়ন জমা দিচ্ছি। এই নির্বাচন ভারতের আত্মার লড়াই; এটি ঘৃণা, দুর্নীতি এবং অবিচারের শক্তির হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, যা ভারত মাতার কণ্ঠকে দমন করতে চায়।’ বর্তমান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে সফল না হওয়া পর্যন্ত কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পের কথাও পুনর্ব্যক্ত করেছেন রাহুল গাান্ধ। তিনি বলেন, এই যুদ্ধ জয় না হওয়া পর্যন্ত আমি এবং ইন্ডয়া জোটের প্রতিটি সদস্য বিশ্রাম নেব না। এদিন সকালে রাহুল গান্ধির মনোনয়ন জমা দেওয়ার সময় ছিলেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধি সহ দলের অনেক শীর্ষ নেতা। একটি বিশাল রোড শো করে মানুষের অভিবাদন নিয়ে তিনি মনোনয়ন জমা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct