আপনজন ডেস্ক: গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। ইতিমধ্যে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ৮০০ ছাড়িয়েছে। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৬৩ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে।এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩২ হাজার ৮৪৫ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৫ হাজার ৩৯২ জন।মন্ত্রণালয় আরো বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।ইসরায়েলি সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করার কয়েক ঘণ্টা পর এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে দুই সপ্তাহের অভিযানে বড় ধরনের লড়াই হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির একজন মুখপাত্র এদিন বলেছেন, দুই সপ্তাহের অভিযানে ইসরায়েলি বাহিনী হাসপাতাল ও এর আশপাশে প্রায় ৩০০ জনকে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার বলেছিল, তৎপরতা শুরু হওয়ার পর থেকে হাসপাতালের এলাকায় প্রায় ২০০ ‘সন্ত্রাসীকে’ নির্মূল করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct