সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৭ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। গত ২৫ শে মার্চ বিজেপি তাদের প্রার্থী হিসেবে ভাস্কর সরকারের নাম ঘোষণা করে। তারপর থেকেই ভগবানগোলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে বারংবার। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপির একাংশ সরব হয়েছে। মূলত ৮৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এই ভগবানগোলা বিধানসভা এলাকায়। পর পর তিনবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন মেহবুব আলম। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর কাছে পরাজিত ভাস্কর সরকারকে প্রার্থী মানতে নারাজ বিজেপির একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় অনুগামীদের নিয়ে ভগবানগোলা থানার বড়বড়িয়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। প্রচারের মাঝে হঠাৎই গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর যখম হন। অভিযোগের তীর ভগবানগোলা ২৬ নম্বর জেলা পরিষদ মন্ডল সভাপতি অমর ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির মন্ডল সভাপতি অমর ঘোষ, সাহেব ঘোষ ও রাজকুমার ঘোষ-এর বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থীর অনুগামী দীনেশ মন্ডল। বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের অভিযোগ, ‘প্রচার চলাকালীন অতর্কিতে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়।’ অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতি অমর ঘোষের অভিযোগ, ‘বড়বড়িয়ার দলীয় কার্যালয় দখল নিতে এসেছিল জেলা সভাপতি সহ প্রার্থীর অনুগামীরা। বাধা দিতে গেলে আমাদেরকেই মারে তারা। তাড়া করার সময় পালাতে গিয়ে তারা আহত হয়েছে।’ এই ঘটনায় তৃণমূলের বক্তব্য, ‘যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই, তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।’ ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী পরিবর্তনের পাশাপাশি লোকসভা কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষকে প্রার্থী এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় সৌমেন মন্ডল কে জেলা সভাপতি মানতে নারাজ জেলা বিজেপির একাংশ। যার জেরে জেলা জুড়ে বারংবার প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct