আপনজন ডেস্ক: হার্দিক পান্ডিয়ার ওপর রাগটা আরও বাড়বে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের। রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়ক বানানো হয়েছে। তাতে পান্ডিয়ার কোনো হাত না থাকলেও ভারতীয় অলরাউন্ডারের প্রতি ক্ষোভ কমছে না মুম্বাই সমর্থকদের। মুম্বাইয়ের ম্যাচে দুয়ো শুনেই যাচ্ছেন পান্ডিয়া। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজি দলটির অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটা ছিল পান্ডিয়ার প্রথম ম্যাচ। টস করতে যাওয়ার সময় মুম্বাইয়ের সমর্থকেরা আবারও দুয়ো দিয়েছেন পান্ডিয়াকে, আর স্লোগান দিয়েছেন ‘রোহিত! রোহিত!’ বলে। পান্ডিয়ার প্রতি দুয়ো হয়তো কিছুটা কমত যদি মুম্বাই ম্যাচটা জিততে পারত। কিন্তু সেটিও হয়নি। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৫ রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস। তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতেছে রাজস্থান, ২৭ বল হাতে রেখে।
রিয়ান পরাগের অপরাজিত ৩৯ বলে ৫৪ রানের ইনিংসে হেসেখেলেই জিতেছে রাজস্থান। এ নিয়ে ৩ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ৬ পয়েন্ট পাওয়া সঞ্জু স্যামসনের দল। আর মুম্বাই টানা ৩ ম্যাচ হেরে ১০ দলের পয়েন্ট তালিকায় তলানিতে। একে তো রোহিতের জায়গায় অধিনায়ক, তারওপর দলের এমন পারফরম্যান্স— পান্ডিয়ার ওপর রাগটা আপাতত কমার সম্ভাবনা নেই মুম্বাই সমর্থকদের। মুম্বাইয়ের সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে পাওয়ার-প্লের প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৪৬ রান তুলেছিল রাজস্থান। অধিনায়ক স্যামসন ১২ রান করে পঞ্চম ওভারে আকাশ মাধওয়ালের শিকার হওয়ার পর ব্যাটিংয়ে নামেন পরাগ। সেটি ইনিংসের পঞ্চম ওভারে। পরাগ এখান থেকে একদম অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়েছেন ৩ ছক্কা ও ৫ চারে ইনিংস সাজিয়ে। এই পথে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ৩৫ বলে ৪০ এবং শিবম দুবের সঙ্গে ১৯ বলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়েন পরাগ। শিবমের সঙ্গে জুটিতে পরাগের একার অবদান ১৩ বলে ৩০! অশ্বিন ১৬ বলে ১৬ রান করেন। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা মুম্বাইয়ের হয়ে এক বল খেলে ০ রানে আউট হন রোহিত, নমন ধীর (ইমপ্যাক্ট প্লেয়ার) ও দেওভাল্দ ব্রেভিস। ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন পান্ডিয়া। ২৯ বলে ৩২ রান করেন তিলক ভার্মা। মুম্বাইয়ের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রানের জুটি গড়েন পান্ডিয়া ও তিলক। রাজস্থানের হয়ে ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ানস: ২০ ওভারে ১২৫/৯ (পান্ডিয়া ৩৪, তিলক ৩২, ডেভিড ১৭; চাহাল ৩/১১, বোল্ট ৩/২২, বার্গার ২/৩২)
রাজস্থান রয়্যালস: ১৫.৩ ওভারে ১২৭/৪ (পরাগ ৫৪*, অশ্বিন ১৬, বাটলার ১৩; আকাশ ৩/২০, মাফাকা ১/২৩)
ফল: রাজস্থান ৬ উইকেটে জয়ী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct