আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সাথে দেখা করেছেন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি সমীক্ষা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। হঠাৎ প্রবল ঝড়ে জলপাইগুড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত হওয়ায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতে সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে এবং প্রায় ২০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ময়নাগুড়িতে পৌঁছন। সেখানে গিয়ে তিনি বলেন, ময়নাগুড়িতে ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, ত্রাণ বিলির ক্ষেত্রে প্রশাসনের একটু সময় লাগবে। তবে সকলেই ত্রাণ পাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মমতা বলেন, ঘর-বাড়ি হারানো মানুষদের আশ্রয় নেওয়ার ব্যবস্থা সব প্রশাসন করে দেবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝড়ে কমপক্ষে পাঁচ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা কত, তা চিহ্নিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাগুড়িতে ত্রাণের অবাব হবে না। প্রশাসন সবাইকে ত্রাণ সামগ্রী দিচ্ছে ৷ কৃষকদের ফসলও ধ্বংস হয়েছে, সে ব্যাপারে প্রধান সজর রেখেছ। সম্পত্তির ক্ষয়ক্ষতির সমীক্ষা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, এদিন চালসায় একটি গির্জায় গিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে প্রার্থনা করতে দেওয়ার জন্য। এখানে চা পাতা নেওয়া ভোটের আগে বন্ধ করে দিল। এর আগেও প্রধানমন্ত্রী এসে বলেছিল চা বাগান খুলে দেবেন। আগে বন্ধ কল পরে জল। আমি প্রশাসনকে বলব, উপযুক্ত জায়গায় কথাটা পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু এখন নির্বাচন বিধি চলছে। তাই দুই-তিন মাস সময় দিতে হবে।সোমবার বিকেলে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কেন্দ্র যদি আবাস যোজনার জন্য অর্থ বরাদ্দ করত, তাহলে কয়েক মিনিটের ব্যবধানে যাঁরা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং গৃহহীন হয়েছেন, তাদের মাথার উপরে কংক্রিটের ছাদ থাকত। তাদের এই দুর্দশার শিকার হতে হত না। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। কেন্দ্রের কারণেই শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীন মনোভাবের পরিণতি ফের সামনে এনেছে এই প্রাকৃতিক বিপর্যয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct