আপনজন ডেস্ক: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র শরিক হলেওএ রাজ্যে তাদের সঙ্গে কোনও বনিবনা হয়নি কংগ্রেসের। প্রদশে কংগ্রেস ও রাজ্য তৃণমূলের অনমনীয় মনোভাবের কারণে এ রাজ্যে ইন্ডিয়া জোট না হলেও বাম ও কংগ্রেসের জোট অবশেষে হয়েছে। আর সেই জোটের দৌলতে আশার আলো দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। আগেই কংগ্রেস সমর্থকদের সিপিএমকে সমর্থন করার নির্দেশ দিয়েছিলেন, এবার নিজেই আগ বাড়িয়ে বললে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমে প্রার্থী মুহাম্মদ সেলিমের জয় অবশ্যম্ভাবী। বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুটি পাশাপাশি লোকসভা কেন্দ্রে এখন দলায় গলায় ভাব অধীরও সেলিমের। সরকারের দুজনেই রাজনীতিতে পোড় খাওয়া নেতা। অধীর চৌধুরী জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি আর মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধীর চৌধুরী জোরের সঙ্গে এবং চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, মুহাম্মদ সেলিম তো জিতেই বসে আছেন। তিনি মুর্শিদাবাদে জিতবেনই। মানুষ এবার ঠিক করে নিয়েছে আর দুর্নীতিবাজদের ভোট নয়।’অধীর চৌধুরী সেলিমের পক্ষ নিয়ে জোরের সঙ্গে আরও বলেছেন, ‘না, এবার আর মুহাম্মদ সেলিমকে ঠেকানো যাবে না। জিতবেনই।’ অধীর চৌধুরী এ কথাও বলেছেন, ‘আমাদের সঙ্গে বাম দলের জোট হলেও অতীতে দেখা গেছে, অনেকেই বাম প্রার্থীকে ভোট দেয়নি। এবার সেই পরিস্থিতি বদলে গেছে। মানুষ বুঝেছে, শাসক দল আর এবার রেহাই পাবে না। দুর্নীতিই তাদের গিলে ফেলবে। তাই এবার জিতবেনই সেলিম।’আর নিজের কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, ‘আমি জিতবই। চ্যালেঞ্জ নিয়ে বলছি বহরমপুরে এবারও আমি জিতবই, জিততে না পারলে রাজনীতি ছেড়ে দেব।’ আরও বলেন, ‘আবার বলছি আমাকে কেউ হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’বহরমপুর আসনে অধীরের সঙ্গে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান আর মুর্শিদাবাদ আসনে মুহাম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছেন আবু তাহের খান। রয়েছেন আইএসএফ, বিজেপিসহ অন্যান্য প্রার্থীরা। তবে বহরমপুরে মূল লড়াই হবে অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের আর মুর্শিদাবাদে মূল লড়াই হবে তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সঙ্গে সিপিএম প্রার্থী মুহাম্মদ সেলিমের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct