নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট, আপনজন: এক ট্রাক্টর চালককে মারধরের অভিযোগ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এর গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনায় ব্লক ভূমি ও ভূমিষ্ঠ সংস্কার দপ্তরের আধিকারিকের দপ্তরের সামনে সোমবার বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক্টর চালক এবং মালিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী। যদিও মারধরের ঘটনাটি অস্বীকার করা হয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিকের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এর ঘটনা।অভিযোগ, সোমবার বালুরঘাট ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এর গাড়ির ড্রাইভার এক ট্রাক্টর চালককে চড় মেরে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপরেই বেশকিছু ট্রাক্টরের চালক ও গাড়ির মালিক বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিএলআরও অফিস চত্বরে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বয়ং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ কমবেট ফোর্স। পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বিএলআরও এর সাথে দেখা করেন এবং তাদের অভিযোগ জানান।এ বিষয়ে অভিযোগকারী ট্রাক্টর চালক জানান, ‘আমাকে আজ কোন কারণ ছাড়াই গাড়ি থেকে চড় মেরে নামিয়ে দেন বিএলআরও অফিসের এক গাড়ি চালক। কোন কারণ ছাড়াই আমাকে কেন চড় মেরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো তারই প্রতিবাদে আজ আমরা বিলের অফিসে প্রতিবাদ জানাতে সামিল হয়েছি।’এবিষয়ে বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিভাস বিশ্বাস জানান,‘এরকম কোন খবর আমার কাছে নেই। এই ঘটনার কোন সত্যতা নেই। আজ সকালে আমরা অভিযানে বেরিয়ে ছিলাম। দুটি গাড়িকে আটক করা হয়েছে। সরকারের যে নির্দেশিকা রয়েছে সেটাই মেনে চলা হচ্ছে। বালি চুরির বিশেষ খবরাখবর থাকলেই আমরা যথাযথ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct