এম মেহেদী সানি, গোপালনগর, আপনজন: দলিত আদিবাসী সম্প্রদায়ের শিশুদেরকে উত্তরণের পথ দেখাতে এবং শিক্ষা অর্জনে অনুপ্রাণিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল অল বেঙ্গল আদিবাসী ঐক্য মঞ্চ ৷ রবিবার উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগরের শ্রীমন্তপুর গ্রামের শতাধিক আদিবাসী শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি রতন দাস, সহ-সভাপতি বুলু মুন্ডারা ৷ উপস্থিত ছিলেন স্থানীয় গির্জার সিস্টার নিলডা টেটে ৷ তিনিও এদিন আদিবাসী শিক্ষার্থীদের এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা জোগান ৷ সংগঠনের সভাপতির রতন দাস বলেন, আদিবাসী সম্প্রদায়ের অধিকার অর্জনে এবং অভাব অভিযোগ সমস্যার কথা জানতে আমরা আদিবাসী পাড়ায় উপস্থিত হই, সেই সাথে পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকি ৷ তারই অংশ হিসাবে আমরা আদিবাসী সম্প্রদায়ের নব প্রজন্ম কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে শিক্ষামুখি করতে শিশুদের অনুপ্রেরণা জোগাতে আমরা তাদের হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছি ৷’ শিশুদেরকে আনন্দ দিতে আদিবাসী নৃত্যের পাশাপাশি ধামসা মাদলও বাজাতে দেখা যায় ৷ দলিত আদিবাসী সম্প্রদায়ের জীবনযাপনের কষ্টের কাহিনী তুলে ধরে এ দিন সংগঠনের পক্ষ থেকে মূলত সরকারকে উদ্দেশ্য করে রতন বাবু বলেন, ‘দলিত আদিবাসী সম্প্রদায়ের দিকে সরকার যেন সুনজর দেন ৷’ আমরা সকলেই যেন মিলেমিশে থাকতে পারি, আমরা কখনোই যেন দলিত আদিবাসী সম্প্রদায়কে পিছিয়ে পড়া না ভাবি তাহলেই আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো, বলে দাবি রতন দাসের ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct