নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহার জেলার সুখটাবাড়ি এলাকার সেই ভয়ঙ্কর ঝড়ের স্মৃতি তাজা করল জলপাইগুড়ির বার্নিশ বাড়ি এলাকার ঝড়। সেই সময়েও ছিল রমজান মাস ২০২২ আর এবার রমজান মাস ২০২৪। কয়েক মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ে শত শত ঘরবাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ। মাথা গোছানো ঠাঁই পর্যন্ত নেই। ঝড়ের ভয়ংকর চিত্র না দেখে বোঝানো সম্ভব নয়। যারা স্বচক্ষে দেখবে ঝড়ের এই তান্ডব তারাই একমাত্র উপলব্ধি করতে পারে এ কি রকম ভয়ংকর ঝড়! নিমেষেই দশকের পর দশক ধরে গড়ে তোলার সেই বাড়িঘর গুলো খরকুটোয় পরিণত। ঝড়ের প্রভাব পড়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গায়। সেখানেও ঝড়ের ক্ষতি হয়েছে বেশ বড় ধরনের। ঝড়ের খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে উদ্ধার কার্যে তৎপরতা শুরু হয়েছে। বিধ্বংসী এই ঝড় গুলোতে প্রশাসনিকভাবে উদ্ধারকার্য সম্পূর্ণ করে ওঠা সম্ভব হয় না। এমতাবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠন ও জনদরদি মানুষগুলো নিজ নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকার্যে। এরই ধারাবাহিকতায় নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম তাদের ক্ষুদ্র শক্তি নিয়ে দ্যা কুরআন স্টাডি সার্কেলের জলপাইগুড়ির সাথীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝড় বিধ্বস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নিপ্রমের কোচবিহার জেলা কমিটিও ঝড় বিধ্বস্ত এলাকায় উদ্ধার কার্যে মানুষের পাশে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct