সন্ন্যাসী কাউরী, পাঁশকুড়া, আপনজন: রবিবার পাঁশকুড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন দেব। প্রচারে এসে রাস্তার বেহাল দশা দেখে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। নিত্যযাত্রী ও সাধারন মানুষের দুর্ভোগ যন্ত্রণার কথা স্বীকার করে দ্রুত রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেন সাংসদ ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। রবিবার পাঁশকুড়া ব্লকে নির্বাচনী প্রচারে এসে জশোড়া থেকে মাইশোরা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় পথসভা করেন এবং বিভিন্ন মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ( দীপক অধিকারী)। এদিন যশোড়া থেকে রোড শো করে এসে দ্বিতীয় তারাপীঠ মন্দির ও বিকড়া কালি মন্দিরে পুজো দেন তিনি। মাইশোরা অঞ্চলের অন্তর্গত রাধাবল্লভপুর বাজারে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি এই নির্বাচনে হারি বা জিতি এই রাস্তা তৈরি করবার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। তিনি আরো বলেন আমি মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। আপনারা ভোট দেন বা নাই দেন আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম রাস্তার কাজ যাতে দ্রুত শুরু যায়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। জশোড়া থেকে বলরামপুর পর্যন্ত প্রায় ১২ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। অননেক জায়গায় তৈরি হয়েছে যেন মরণফাঁদ। ভাঙ্গাচোরা রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া, প্রসূতি, মুমূর্ষ রোগী ও নিত্যযাত্রীদের। দুর্ভোগ যন্ত্রণা চরমে পৌঁছায় বর্ষাকালে। খানাখন্দে জল জমে থাকায় অসুবিধায় পড়তে হয় নিত্যযাত্রীদের। এলাকার বাসিন্দা ও গ্ৰামীণ চিকিৎসক চন্দন পাল বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি খুব খারাপ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা কিছু কিছু জায়গায় গর্ত খানাখন্দের ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের রাস্তা তৈরীর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে বলেছেন। যদি রাস্তাটি দ্রুত মেরামত করা হয় তাহলে আমরা খুশি হব। তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন পাঁশকুড়া ব্লকের কেশাপাট এবং মাইসশোরা অঞ্চলে বিভিন্ন এলাকায় প্রচারে অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায়, সহ-সভাপতি শ্রীকান্ত হাজরা, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, জাইদুল ইসলাম, জামশেদ আলী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দেবকে দেখার জন্য রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct